বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পরিষেবা না মেলায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রীকে

আমাদের ভারত, বাঁকুড়া, ৮ মে: কেন্দ্রীয় সরকারের সাহায্য সত্ত্বেও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পরিষেবা না মেলায় ক্ষুব্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার।হাসপাতালের অব্যবস্হা দূর করে আধুনিক মানের চিকিৎসার আবেদনের জন্য দৃষ্টি আকর্ষন করে আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক ও আধুনিক মানের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য অত্যাধুনিক ও উন্নতমানের মেশিন পত্র বাবদ এক শত কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছেন। আধুনিক মানের মেশিন পত্র এলেও, তা যথাযথ ভাবে ব্যবহৃত হচ্ছে না। সুদক্ষ ও পারদর্শী কর্মীর অভাবই মুখ্য কারণ বলে বিশেষ সূত্রে জানাগেছে। এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও নার্সের অভাবও প্রকট।

ডাঃ সুভাষ সরকার হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার হাল তুলে ধরে অবিলম্বে ব্যবস্থা গ্ৰহণের আবেদন জানিয়েছেন।পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপর বাঁকুড়া ছাড়াও পার্শ্ববর্তী বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম ও প্রতিবেশী রাজ্যও নির্ভরশীল। একথা উল্লেখ করে তিনি হাসপাতালে সরেজমিন প্রত্যক্ষ করেছেন। তিনি অভিযোগ করেন, রোগীর চিকিৎসা নিয়ে রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালে সহযোগিতা পান না, ক্যান্সারে আক্রান্ত রোগীরা আধুনিক ও উন্নত মানের রেডিওগ্ৰাফ চিকিৎসা থেকে বঞ্চিত, ক্যান্সারের জন্য আলাদা কোনও বেড নেই।

হাসপাতালের হাল ফেরাতে তিনি পাঁচজন রেডিওলজিস্ট, তিনজন নিউরোলজিস্ট, তিনজন পেডিয়াট্রিক, তিনজন নিউরো সার্জেন, কুড়ি জন মেডিক্যাল অফিসার সহ দক্ষ নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের প্রয়োজন বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *