Subhash Sarkar, inaugurated, mobile classroom, সেবা ভারতীর ভ্রাম্যমাণ পাঠশালার উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ মার্চ: স্কুলছুটদের স্কুলমুখী করতে সেবা ভারতী ভ্রাম্যমাণ পাঠশালার আয়োজন করেছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভ্রাম্যমাণ পাঠশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

আজ সকালে বাঁকুড়া শহরের চাঁদমারী ডাঙ্গায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভ্রাম্যমাণ পাঠশালার সূচনা হয়। ইডিসিআইএল- এর আর্থিক সহায়তায় এই পাঠশালা যান পড়ুয়াদের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। প্রত‍্যন্ত অঞ্চলের স্কুলছুট সহ শিক্ষার্থীদের পাঠদান করা হবে এই ভ্রাম্যমাণ পাঠশালায়। অনুষ্ঠানে রাষ্ট্রীয় সেবাভারতীর সদস্য গুরুশরণ প্রসাদ ও ইডিসিআইএলের সিএমডি মনোজ কুমার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *