সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া,১৪ জানুয়ারি: অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্ৰহের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে সারা দেশে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার পরেই সেই শুভক্ষণ। আর তার আগে শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরে স্বচ্ছতা অভিযান।
আজ সকালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার বাঁকুড়া শহরের সতীঘাটে রাম মন্দিরে সাফাইয়ের কাজ শুরু করেন। নিজে হাতে বালতি ও ঝাড়ু নিয়ে তিনি মন্দিরের ভিতর ও সংলগ্ন এলাকা পরিষ্কার করেন। এদিন সকালেই বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে রাম মন্দিরে হাজির হন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেন, রাম মন্দিরে বিগ্ৰহ প্রতিষ্ঠার আগে সপ্তাহজুড়ে বিভিন্ন মন্দিরে সাফাই কাজ চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচি অনুযায়ী আজ সতীঘাটের রাম মন্দিরে সাফাই কাজ শুরু হলো।