এইমস ইস্যুকে নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ নভেম্বর: বিধানসভা নির্বাচনের আগে এইমস ইস্যুকে নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে এইমস হাসপাতাল তৈরির জন্য তদ্বির করবেন। মঙ্গলবার চাকুলিয়ার শকুন্তলা হাইস্কুলে এক কর্মিসভায় যোগ দিয়ে তিনি একথা জানান।

মন্ত্রী জানান, এইমস এখন ইতিহাস। আর যারা রায়গঞ্জ থেকে এইমস হাসপাতালকে স্থানান্তর করেছিলেন আর কয়দিন পর তারাও ইতিহাস হবে। যদি ভবিষ্যতে কিছু করা যায় সেটা দেখা হচ্ছে। কারন একবার এইমস হাসপাতাল চলে যায় তবে সেটা ফিরিয়ে আনা মুসকিল। প্রস্তাবিত রায়গঞ্জ এইমস রাজ্য সরকারের মদতে কল্যানীতে স্থানান্তর করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার মানুষকে প্রতারিত করেছে এই সরকার। এই স্থানান্তরের জন্য কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস এই তিনটি রাজনৈতিক দলের হাত ছিল। লোকসভা নির্বাচনের আগেই এই অভিযোগ করা হয়েছিল, এখনও সেই অভিযোগ করা হচ্ছে। এই রাজ্য থেকে এরকম জনবিরোধী রাজনৈতিক দল যতক্ষন শেষ না হচ্ছে ততক্ষন এই রাজ্যের মানুষের উন্নয়ন সম্ভব নয়। আগামী মে মাসে এরাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে তিনি রায়গঞ্জ বা তার আশেপাশে এইমস হাসপাতাল তৈরীর জন্য চেষ্টা চালাবেন বলে মন্ত্রী দেবশ্রী চৌধুরী আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *