স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ মার্চ: আপৎকালীন পরিস্থিতিতে পরিষেবা গ্রহণের জন্য স্থায়ী হেলিপ্যাড চালু হল রায়গঞ্জে। বুধবার দুপুরে রায়গঞ্জের মিরুয়ালে বিএসএফের ২৬ নং ব্যাটালিয়ানের ক্যাম্পে এই প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ দেবশ্রী চৌধুরী। এদিন নারকেল ফাটিয়ে দ্বারোদঘাটন করা হয় হেলিপ্যাডের। দেবশ্রী চৌধুরী ছড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফের রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি কুলবন্ত রাই শর্মা ও ২৬ নং বিএসএফের কোম্পানি কমান্ডেন্ট লিয়েনজাকাই সিটলোউ সহ অন্যান্য আধিকারিকরা।
সাংসদ বলেন, বিভিন্ন সময় বিশেষ করে বন্যা কিংবা দুর্ঘটনার সময় আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচানোর জন্য এই স্থানে প্রয়োজনীয় হেলিকপ্টার অবতরন করতে পারবে। ভিভিআইপিদের ক্ষেত্রেও এই হেলিপ্যাড ব্যবহার করা যাবে। যার জন্য এখানে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের হেলিপ্যাডের হলে মানুষ অনেকাংশে উপকৃত হবেন বলে আশাবাদী বিএসএফের ডিআইজি কুলবন্ত রাই শর্মা।