বাঘমুন্ডিতে মৃত শিকারী মুড়ার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা

সাথী দাস, পুরুলিয়া, ৬ মার্চ: মৃত শিকারী মুড়ার বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। এদিন তিনি শিকারী মুড়ার পরিবারের পাশে থাকার সঙ্গে সঙ্গে সব রকমের সাহায্যের আশ্বাস দেন। রাজ্য সরকারকে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা প্রয়োজন বলে তিনি জানান। আবগারি দফতরের দোষীদের অবিলম্বে বহিস্কার করে আইনত ব্যবস্থা করার দাবি জানান এই কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি আরও বলেন, “পরিবারের লোক ও স্থানীয় আদিবাসী সংগঠনগুলির ক্ষতিপূরণ ও পরিবারের এক জনের সরকারি চাকরির আবেদনকে আমি সমর্থন করি।”
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার বিধায়ক, মালদার হাবিবপুরের বিধায়ক ছাড়াও বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙ্গা সহ স্থানীয় নেতৃত্ব।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি বাঘমুন্ডি থানার রবিডি গ্রামে হানা দেয় ঝালদা আবগারী দফতরের পুলিশ। অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করে আদিবাসী যুবক শিকারী মুড়াকে। পরিবারের অভিযোগ, শিকারীকে পুলিশ মারতে মারতে নিয়ে যায়। গত ২০ ফেব্রুয়ারি শিকারী হাসপাতালে চিৎসারত অবস্থায় মারা যান। তারপর থেকেই পরিবার ও আদিবাসী সমাজ আন্দোলন শুরু করে। এদিকে শিকারী মুড়ার রহস্যমৃত্যুর সিবিআই তদন্ত ও পরিবারের এক জনের চাকরির দাবিতে ভারতীয় জনতা পার্টি চড়িদা গ্রামে শুরু করে ধর্নামঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *