অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ ডিসেম্বর: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুরের এক অতিথিশালায় প্রদীপ প্রজ্জ্বলন করে “গৃহ সম্পর্ক অভিযান” কর্মসূচির সূচনা করলেন কেন্দ্রীয় আদিবাসীমন্ত্রী অর্জুন মুন্ডা। এরপর তিনি কর্মিসভা থেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করলেন। ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী আর্জুন মুন্ডা বলেন, “এই রাজ্যে আদিবাসীদের কোনও উন্নয়ন করা হয়নি, শুধু রাজনীতি করা হচ্ছে। গ্রামের মানুষকে দশ বছর অপেক্ষায় রেখে এরা কি করেছে? বিজেপির কার্যকর্তাদের উপর হামলা করা হচ্ছে। বিজেপি দেশ সুরক্ষার জন্য কাজ করছে।
তাঁর অভিযোগ, আদিবাসী এলাকায় উন্নয়নের জন্য কেন্দ্র টাকা দিচ্ছে। কেন্দ্রের সেই টাকা এখানে পৌছয় না। অনেক প্রকল্প এখানে রূপায়িত হয় না। প্রধান মন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম তোলার জন্য এখানে গুন্ডাগর্দি করা হচ্ছে। গরিব মানুষকে ঘরের জন্য কেন্দ্র টাকা দিচ্ছে, তাতেও দুর্নীতি করা হচ্ছে। রাজ্যে আদিবাসী ক্ষেত্রে কোনও কাজ হচ্ছে না। যতক্ষন না পর্যন্ত পশ্চিমবঙ্গে বদল আসছে ততক্ষন আমরা পিছনে তাকাবো না এগিয়ে যাব। লড়াই হবে। এই লড়াতে আমরা জিতব।”
সভা শেষে গোপীবল্লভপুর ১নং ব্লকের ফানিয়ামারা গ্রামে এক দলিতের বাড়িতে গিয়ে হ্যান্ডবিল বিতরণ করে ‘গ্রাম অভিযান’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখান থেকে তিনি সোনাহারা গ্রামে বিজেপি পরিচালিত গোপীবল্লভপুর ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দানগী সরেনের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার সাংসদ কুনার হেমরম, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো, ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি, সাধারণ সম্পাদক অবনী ঘোষ।