আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ডিসেম্বর: বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি উপলক্ষ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলতে এবং তাঁদের অভাব অভিযোগ শুনতে রবিবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ায় আসেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। তিনি এদিন চাঁদড়া হাইস্কুলে বৈঠক করেন। আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে আদিবাসীদের কোনও উন্নয়ন করেনি কোনও সরকার। একমাত্র বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের প্রকৃত উন্নয়ন সম্ভব। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শমিত দাস সহ বিজেপি নেতারা।