Uttarakhand, polygamy banned, এবার অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে পারে উত্তরাখণ্ডে, নিষিদ্ধ হবে বহুগামীতা, কড়া আইন লাগু হতে পারে লিভ ইনের ক্ষেত্রেও

আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: খুব তাড়াতাড়ি অভিন্ন দেওয়ানি বিধি লাগু হতে পারে উত্তরাখণ্ডে। ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া জমা পড়েছে সরকারের কাছে। চলতি বছরে এটা কার্যকর হতে পারে সেখানে। তাতে বেশ কিছু কড়া পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। বহুগামীতা রুখতে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। অসমের পর উত্তরাখণ্ড সেই পথে হাঁটতে চলেছে।

উত্তরাখণ্ডেও নিষিদ্ধ হতে পারে বহুগামীতা। এমনকি লিভ ইন সম্পর্ক নিয়েও আনা হতে পারে কড়া আইন বলে সূত্রের খবর। জানাগেছে, উত্তরাখন্ডে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের খসড়া প্রস্তাব জমা পড়েছে। ইতিমধ্যেই সেখানে পলিগ্যামি বা বহুগামীতা নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানাগেছে।

উত্তরাখন্ড সরকার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য একটি কমিটিও গঠন করে দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই- এর নেতৃত্বে সেই কমিটি শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির কাছে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া জমা দিয়েছেন। তাতে বহুগামীতা নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। তেমনি ছেলে- মেয়ের সমান অধিকার, লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও বাধ্যতামূলক কিছু কড়া আইন ঘোষণা করার মতো প্রস্তাবের উল্লেখ রয়েছে বলে খবর।

খসড়ায়, বিয়ের ক্ষেত্রে ন্যূনতম মেয়েদের বয়স ১৮ ও ছেলেদের ২১ ধার্য করতে হবে। বিয়ের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। স্বামী- স্ত্রী উভয়ের সমান অধিকার ও কারণ থাকবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। যে কারণ দেখিয়ে স্বামী ডিভোর্সের আবেদন করতে পারবেন সেই কারণ মহিলাদের ওপরেও কার্যকর হবে। প্রথম স্ত্রী জীবিত থাকলে দ্বিতীয় বিয়ে করা যাবে না। বহুগামীতা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। পৈত্রিক সম্পত্তিতে ছেলেদের মত মেয়েদেরও সমান অধিকার থাকবে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে ডিক্লারেশন বা ঘোষণা বাধ্যতামূলক করা হবে। অভিন্ন দেওয়ানি বিধির নিয়ম থেকে বহির্ভূত থাকবে উপজাতি। আগামী ৫-৮ ফেব্রুয়ারি উত্তরাখণ্ড বিধানসভায় চার দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই সময়ই অভিন্ন দেওয়ানি বিধির প্রস্তাবনা পাশ করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *