পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: ধান ক্ষেত থেকে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার কুয়াপুর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, কুয়াপুর এবং বালা গ্রামের সংযোগকারী মাটির রাস্তার পাশের ধান ক্ষেত থেকে গলাকাটা ওই মহিলার দেহ উদ্ধার হয়। প্রতিদিনের মতো আজ সকালে ক্ষেতে কাজ করতে যাবার সময় এলাকার মানুষ ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখে। এরপর খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। তবে ওই মহিলার নাম বা পরিচয় এখনোও পর্যন্ত জানা যায়নি। সাতসকালে মহিলার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।