রাজেন রায়, কলকাতা, ৪ ফেব্রুয়ারি: করোনার কারণে খড়দহে নিজের বাড়ি থেকে বেরতে পারছেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু বিধানসভার ভোট বা লোকসভা ভোটের প্রাক্কালে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করতেই হয় রাজ্য প্রশাসনকে। তাই এবার সেই বাজেট পেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় এই ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে।
বিরল ব্যতিক্রম তৈরি করে বিধানসভার আসন্ন অধিবেশনে রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে রাজ্যপালের কাছ থেকে অনুমতি নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের প্রতি সরকারের এই সৌজন্যকেও বিরল বলছেন অনেকে।
তবে বিধানসভার নিয়ম অনুযায়ী, অর্থমন্ত্রী কোনও কারণে বাজেট না পড়তে পারলে অন্য কোনও মন্ত্রী পড়তে পারেন। বাজেট কে পড়বেন তা নির্ধারণ করার ক্ষমতা রয়েছে অধ্যক্ষের হাতে। তবে শাসক দলে সবচেয়ে বেশি প্রভাব তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই ভোট অন অ্যাকাউন্ট বাজেট নিজেই পেশের দায়িত্ব তুলে নিলেন তিনি, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।