আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: দুর্গাপুজোকে স্বীকৃতি, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর ডাকে পদযাত্রা। এর প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য।
এদিন ট্যুইটারে তিনি লিখেছেন, “দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কৃতিত্ব বলে দাবি করছেন। সত্যিটা হল, এই স্বীকৃতির নেপথ্যে মমতার কোনও ভূমিকা নেই। স্বীকৃতি মিলেছে মোদী সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রচেষ্টায়।”
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা। মিছিলে আছেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি।

