পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: আজ মেদিনীপুর শহরের “আনন্দ আশ্রম” বৃদ্ধাশ্রমে শারদ উৎসবের প্রাক্কালে বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায়ের উদ্যোগে নুতন শাড়ি দেওয়া হয়।

এই উপহার পেয়ে আশ্রমের বৃদ্ধারা খুব খুশি এবং মৌ রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রায় পঞ্চাশের বেশি বৃদ্ধাকে নুতন শাড়ি দেওয়া হয়।

