স্বরূপ দত্ত, আমাদের ভারত, কোচবিহার, ১৩ নভেম্বর:
কোচবিহার রাজপ্রাসাদ ভারত সরকারের পুরাতত্ব সংরক্ষণের অধীনে রয়েছে। সেখানে বাধা কেউ সৃষ্টি করতে চাইলে তা মেনে নেওয়া হবে না, কোচবিহারে বললেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। আজ রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলে “সংকল্প সোনার বাংলা” কর্মসূচিতে যোগ দিয়ে গ্রেটার কোচবিহার পিউপলস অ্যাসোসিয়েশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী।
কোচবিহার রাজপ্রসাদ চত্বরে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে রাষ্ট্রীয় মহোৎসব রবিবার থেকে শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রাজপ্রাসাদের ভেতরে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান হবে। আগামীকাল সেই রাষ্ট্রীয় মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
আজ রায়গঞ্জে এসে কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানান, সেই অনুষ্ঠানে কেউ বাধা সৃষ্টি করতে চাইছে। কোচবিহার রাজাপ্রসাদ ভারত সরকারের পুরাতত্ব সংরক্ষণ বিভাগের অধীনে রয়েছে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়কে লাগাতার অবহেলা করা হয়েছে। কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস কেউ তাদের গুরুত্ব দেয়নি। পশ্চিমবঙ্গের সংস্কৃতিই সবচাইতে বড় পুঁজি। সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর বলে কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন। এক্ষেত্রে কেউ বাধা দিতে চাইলে সেই বাধাকে উপেক্ষা করে সেখানে সংস্কৃতি মহোৎসব করা হবে বলে সাফ জানিয়ে দিলেন মন্ত্রী।
উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগের দিন অর্থাৎ শনিবার রাজ প্রাসাদের ভেতর সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন।