আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ ডিসেম্বর: জমি বিবাদের জেরে ভাইপোদের মারে মৃত্যু হল কাকার। বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের কোটালবেড় গ্রামের ঘটনা।
অভিযোগ, ভিটের জমি সমানভাবে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়ার পরও বড় ভাই নঈম মণ্ডল ছোট ভাই আলিম মণ্ডলের জমি অন্যায়ভাবে দখল করে রাখে। শুক্রবার রাতে এর প্রতিবাদ করতে গেলে গন্ডগোল বচসা চরমে ওঠে। দুই ভাইপো ইজাজ মণ্ডল ও এনামুল মণ্ডল আলিম মণ্ডলকে লাঠি দিয়ে মাথায় মারতে থাকে। মারের চোটে মাথা ফেটে যায় বছর চল্লিশের আলিম মন্ডলের। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় আলিমকে প্রথমে হাবড়ার বাউগাছি হাসপাতলে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় আলিম মন্ডলের।
এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত গ্রামবাসীরা চড়াও হয় নঈম মন্ডলের পরিবারের উপর। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুই ভাইপো ইজাজ মন্ডল ও এনামুল মন্ডলকে আটক করেছে।