৯ মাসের ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার কাকা

আমাদের ভারত, হাওড়া, ৫ ডিসেম্বর: ৯ মাসের ভাইঝিকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল খুড়তুতো কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শ্যামপুর থানার খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মরশাল গ্রামে। অভিযুক্তের নাম অনুপ প্রামানিক। ঘটনায় শিশু কন্যাটির মায়ের অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানা পুলিশ অভিযুক্ত অনুপ প্রামানিককে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

জানাগেছে, বুধবার দুপুরে অভিযুক্ত অনুপ প্রামানিক তার ভাইঝিকে বাড়ি থেকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। অভিযোগ এর পরেই সে ছোট্ট শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালায়। এদিকে নিজের মেয়েকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করলে অনুপ প্রামানিকের বাড়ি থেকে মেয়ের কান্নার আওয়াজ শুনে সেখানে গেলে মেয়েকে দেখতে পায়। পরে তাকে বাড়িতে নিয়ে চলে আসে। এদিকে বাড়িতে আসার পর শিশুকন্যাটির প্রস্রাবের সঙ্গে রক্ত বের হতে দেখলে তার মা তাকে স্থানীয় কমলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে যৌন নির্যাতনের বিষয়টি সামনে আসে। পরে অভিযুক্ত অনুপ প্রামানিকের নামে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতে পুলিশ খাড়ুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। শিশুকন্যাটির চিকিৎসার জন্য তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *