আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ মার্চ: জলপাইগুড়ির ডিবিসি রোডের বেসরকারি ব্যাঙ্ক থেকে ২৮ লক্ষ টাকা চুরির ঘটনায় ধৃত মামা ও ভাগ্নে। অধরা আরও দুই অভিযুক্ত। এদিকে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষ চারশো টাকা। ধৃতদের বুধবার জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।
সোমবার ওই বেসরকারি ব্যাঙ্কের টাকা সংগ্রহ ও পরিবহণকারী সংস্থা মালবাজার থেকে ২৮ লক্ষ টাকা নিয়ে এসেছিলেন। ব্যাঙ্কে টাকা রেখেছিলেন সংস্থার কর্মীরা। সেই সময় দুই দুষ্কৃতী টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবার টাকা চুরির ঘটনা লিখিতভাবে কোতোয়ালি থানায় জানায় ওই সংস্থা।
যদিও পুলিশকে অনেক দেরি করে চুরির ঘটনা জানানো হয় কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সিসি ক্যামেরায় ব্যাগ নিয়ে ব্যাঙ্ক থেকে এক যুবককে বের হতে দেখেছে। এরপর পুলিশ ঘটনার তদন্তে নামে। ট্রাফিকের সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ। এই কাজে ব্যবহার করা হয় একটি বাইক। সেই বাইক ও দুষ্কৃতীদের ছবি দেখে অভিযুক্তদের বিহার থেকে গ্রেফতাফ করলো পুলিশ। ধৃতরা হলেন চন্দন গোয়ালা, বাড়ি ফাটাপুকুর ইরানি বস্তি। অপরজন আরিয়ান কুমার যাদব, বাড়ি বিহারের কাটিহার। দু’জন সম্পর্কে মামা ও ভাগ্নে। পলাতক দুই দুষ্কৃতী সম্পর্কে আত্মীয় বলে জানা গিয়েছে।
এদিন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে সাংবাদিক বৈঠক করে জানান, “২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্ক থেকে টাকা চুরি যাওয়ার ঘটনার কিনারা করা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ৫ লক্ষ চারশো টাকা উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।”