সাথী দাস, পুরুলিয়া, ১৬ মার্চ: নিজেদের সঞ্চিত টাকা দীর্ঘদিন ধরে তুলতে না পেরে আধিকারিক ও কর্মীদের সমবায় ব্যাঙ্কে আটকে রেখে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। তাঁদের অভিযোগ, জমানো টাকা তোলার জন্য আবেদন বার বার জানিয়েও ভরসা ও আশ্বাসটুকুও দিতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমবায় ব্যাঙ্কের ভিতরে আটকে বিক্ষোভ দেখালেন এলাকার আমানতকারীরা। ঘটনাটি ঘটে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের বানসা গ্রামে।
জানা গিয়েছে, ১৯৬৩ সালে এলাকার কৃষি প্রধান মানুষের সুবিধার্থে স্থাপন করা হয় ‘বানসা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড’ নামের ওই ব্যাঙ্কটি। আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন খুব ভালো পরিষেবা দিয়ে এলেও গত এক বছর ধরে নানান টালবাহানা করে আমানতকারীদের হয়রানি করা হচ্ছে। জমানো টাকা তুলতে গেলেই কোনও সদর্থক আচরণ দেখায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বারবার টাকা ফেরতের আর্জি জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার বিশেষ কাজে আসা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাঙ্কে আটকে বিক্ষোভ দেখান আমানতকারীরা।
পুরুলিয়ার সমবায় সমিতির সহকারী নিবন্ধক বিবেক আচার্য্য বলেন, “তদন্ত করে সমাধান সূত্র বের করা হবে।”