আমাদের ভারত, হাওড়া, ১৬ জুলাই: উলুবেড়িয়ার বাজারপাড়ার একটি নামী সংস্থার শোরুম থেকে চুরি যাওয়া ২২টি দামি মোবাইল ও ৬টি ক্যামেরা উদ্ধার করল উলুবেড়িয়া থানার পুলিশ।ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল রহমান নামে এক দুস্কৃতীকে গ্রেফতার করল।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ২২ জুন আব্দুল তার এক সহকারীকে নিয়ে শোরুমে হানা দেয়। রাতের অন্ধকারে শোরুমের দোতলার কোলপসিবেল গেটের তালা কেটে ভিতরে ঢুকে কাঁচের দেওয়াল ভাঙ্গে। পরে শোরুমের ভিতর থেকে মোবাইল ও ক্যামেরা নিয়ে চম্পট দেয়। পরে শোরুম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানার পুলিশ চুরির তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আব্দুল রহমানকে গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল ও ক্যামেরা উদ্ধার হয়।
চুরি যাওয়া মোবাইল ও ক্যামেরা উদ্ধার সম্পর্কে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জানান, ধৃত
দুষ্কৃতী এর আগেও উলুবেড়িয়ার গরুহাটার একটি মোবাইল শোরুম থেকে মোবাইল চুরি করে ধরা পড়েছিল এবং তার জেল হেফাজত হয়েছিল। মাস তিনেক আগে জামিনে ছাড়া পেয়ে আবার চুরি শুরু করেছিল। তিনি জানান ধৃতকে জেরা করে তার সহকারির খোঁজে তল্লাশি চালানো হবে।