আমাদের ভারত, হাওড়া, ৪ ডিসেম্বর: উলুবেড়িয়া পৌরসভার কর্মী ও পুরসভায় আসা নাগরিকদের সুবিধার জন্য বুধবার চালু হল মহিলা পরিচালিত ক্যান্টিন” ঘরোয়া”। বুধবার পৌরসভায় এই পরিষেবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তথা বিধায়ক পুলক রায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি ঘরোয়া খাবার এখানে মিলবে।
এদিন ক্যান্টিন উদ্বোধন করার পর বিধায়ক পুলক রায় বলেন, যদি ক্যান্টিন চালানোর জন্য বাসনপত্রের প্রয়োজন হয়, তাহলে আবেদনের ভিত্তিতে স্বরোজগার কর্পোরেশন তাদের বাসনপত্র দেবে। তিনি বলেন, আগামী দিনে পুরসভায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসপত্রও বিক্রির ব্যবস্থা করা হবে। তিনি জানান, পুরসভার বিভিন্ন রাস্তা বিশিষ্ট ব্যক্তিদের নামে করার চিন্তাভাবনা করা হচ্ছে। তার মধ্যে প্রাক্তন সমবায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিপ্লবী নানু ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান বটকৃষ্ণ দাস সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নামে রাস্তাগুলির নামকরণ করা হবে। যদি এই ব্যাপারে কোনও নাগরিক নাম প্রস্তাব করেন তাহলে সেটাও ভেবে দেখা হবে। বিধায়ক বলেন আগামী দিনে উলুবেড়িয়া পৌরসভা এলাকা সাজানোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, বিরোধী দলনেতা সাবির উদ্দিন মোল্লা এবং পুরসভার একাধিক কাউন্সিলর।