স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ মার্চ: সরকারি বিএড কলেজের পরীক্ষা প্রক্রিয়ায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ। নির্ধারিত সময়ের দেড়ঘন্টা বাদে শুরু হয় পরীক্ষা। যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত সরকারি বিএড কলেজ ক্যাম্পাসে।
জানা যায়, মঙ্গলবার ছিল বিএড কলেজের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। সরকারি গাইডলাইন অনুসারে পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর ১২ টায়। শেষ হওয়ার কথা দেড়টায়। পরীক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় থেকে যথাসময়ে প্রশ্নপত্র এসে পৌছোয় কলেজে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রিন্টআউট করতে বিলম্ব করে। ফলে অনেকটা সময় নষ্ট হয়।
অভিযোগ, পরীক্ষার্থীরা হলে বসে থাকলেও নানান অজুহাত দেখানো হয় তাদের। শেষমেশ দুপুর দেড়টায় পরীক্ষা শুরু হয়। ফলে চরম অনিয়মের অভিযোগ এনেছেন পরীক্ষার্থীরা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ায় বাড়ি যাওয়ার ক্ষেত্রে চরম হয়রানির শিকার হন দূরদূরান্ত থেকে আসা ছেলেমেয়েরা। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের মত চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছেন তারা। এই পরিস্থিতিতে পরীক্ষার যৌক্তিকতা কতটা তা নিয়েই উঠছে প্রশ্ন।
এবিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে চান পরীক্ষার্থীরা। যদিও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি।