আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি:চারিদিকে শুধুই বোমা গুলির শব্দ। মাতৃভূমিকে বাঁচাতে প্রাণপণ লড়ছে ইউক্রেনের সৈনিকরা। খুবই সীমিত ক্ষমতা জেনেও এক পাও পিছু হটছে নারাজ তারা। দেশ বাঁচাতে প্রাণ তুচ্ছ করে লড়াইয়ে সামিল তারা। রাশিয়ার ঘাতক ট্যাঙ্কের গতি রোধে নিজের শরীরে বোমা বেঁধে ব্রিজ ওড়ালেন ভিটালি। চিরস্মরণীয় হয়ে থাকল তার এই আত্মবলিদান।
ক্রিমিয়ার দিক থেকে রাশিয়ার ঘাতক ট্যাংক একের পর এক ধেয়ে আসছে। সারি সারি সেই ট্যাংক ইউক্রেনের মাটিতে যদি প্রবেশ করত তাহলে হাজার হাজার প্রাণ অকালে ঝরে যেত। সেই অকালে প্রাণ ঝড়া আটকাতে,নিজেকে বলিদান দিলেন ইউক্রেনের এক সৈনিক। একটি ব্রিজ সমেত নিজেকে উড়িয়ে দেন ওই জাওয়ান। ইউক্রেনের সেই সাহসী লড়াকু সৈনিক এর নাম ভিটালি স্কাকুন। তিনি ইউক্রেনের নৌসেনার ব্যাটেলিয়ান ইঞ্জিনিয়ার।
যে ব্রিজটি ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের ভূখণ্ডকে যুক্ত করেছিল সেই ব্রিজটিকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে সেটা করতে তার নিজের প্রাণ দিতে হয়েছে তাকে। আর তার বিনিময় রাশিয়া থেকে ইউক্রেনের দিকে ধেয়ে আসা ঘাতক ট্যাংকের গতিরোধ হয়েছে।
জানা গেছে ক্রিমিয়া থেকে ইউক্রেনের ওই সংযোগকারী ব্রিজটির নাম হেনিচেস্ক ব্রিজ। সেই ব্রিজের উপর দিয়ে রাশিয়ার সারি সারি ট্যাঙ্ক ঢুকছিল ইউক্রেনে। তা জানতে পেরেই নিজের কর্তব্য স্থির করে নেন ভিটালি। নিজের শরীরে বাঁধন মাইন। তারপর চলে যান ব্রিজের ওপর। মাইনের প্রচন্ড বিস্ফোরণে মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ সঙ্গে উড়ে যায় ব্রিজটি।
https://twitter.com/Vladimi81231035/status/1497275810813980673?t=Cp8wn6prsZOGXPj91wV52g&s=08
দেশের জন্য নিজের প্রাণ বলি দেওয়া ওই সৈনিককে জাতীয় বীরের মর্যাদা দিয়েছেন ইউক্রেন। তার এই বলিদানের কাহিনী মানুষের মুখে মুখে ফিরছে। দেশ তাকে ভুলবে না। ইউক্রেনের ইতিহাসে মানুষের মনে সে অমর হয়ে থেকে গেল।