ভারতের দ্বারস্থ ইউক্রেন, মোদীর সঙ্গে কথা বললেন রাষ্ট্রপতি জেলেনস্কি

আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি:বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়ার আক্রমণে তথৈবচ অবস্থা ইউক্রেনের। ভারত প্রথম থেকেই ইউক্রেনের পরিস্থিতির ওপর নজর রাখছে। আক্রমণের প্রথম দিনেই রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। এবার মোদীর শরণাপন্ন হলেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি। শনিবার টুইট করে নিজেই সেইকথা জানিয়েছেন।

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল ভারত ও চিন। ভারতের এই সিদ্ধান্তে প্রশংসা করেছে মস্কো। তারপরই ইউক্রেনের রাষ্ট্রপতি মোদীর কাছ থেকে রাজনৈতিক সমর্থনের আবেদন করেছে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থনে ভোটদানে বিরত ছিল ভারত। ভারতের বক্তব্য ছিল রাশিয়ার আক্রমণ নিয়ে ভোট দানের মাধ্যমে কোন সমস্যার সমাধান হবে না। শেষ পর্যন্ত আলোচনার রাস্তাতে যেতেই হবে। তাই ভোটদানে অংশগ্রহণ করার কোনো মানেই হয় না।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের ইস্যুতে প্রথম থেকেই মধ্যপন্থা অবলম্বন করেছে ভারত। বারবার আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা দিয়েছে ভারত। ভোটদানে অংশগ্রহণ না করলেও স্বাধীন দেশের সার্বভৌমত্ব অখন্ডতা রক্ষার বার্তা দিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আমেরিকার আনা যাবতীয় প্রস্তাব ভেটো প্রয়োগ করে খারিজ করেছে রাশিয়া। ভারত ছাড়াও চিন সৌদি আরব রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে অংশগ্রহণ করেনি। রাষ্ট্রপুঞ্জকে ভারত জানিয়েছে দু’পক্ষের সঙ্গেই ভারতের যোগাযোগ রয়েছে। দুপক্ষকেই ভারত আলোচনার টেবিলে বসার অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে প্রায় আধঘন্টা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আবেদন করেছেন তিনি। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতিও এবার মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। আর এই দুই ঘটনা পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভারতের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *