কেন্দ্রের অনুমোদনের কলেজ বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশিকা জারি ইউজিসির

আমাদের ভারত, ৬ নভেম্বর: আনলক পর্যায় একে একে সবই প্রায় খুলে গেছে। শুধু বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এবার সারাদেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার জন্য নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। করোনা মোকাবিলায় লকডাউন হবার সময় থেকে টানা বন্ধ রয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়। এবার তা খোলার প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা জারি করল ইউজিসি।

ইউজিসি নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার সাপেক্ষে কনটেইনমেন্ট জোনের বাইরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যেতে পারে। ইউজিসির এই নির্দেশিকায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও শিক্ষা মন্ত্রক। তবে একই সাথে অনলাইনে ক্লাস করার ক্ষেত্রেও জোর দিয়েছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাব সপ্তাহে ছয়দিন ক্লাস করা যেতে পারে। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে ক্লাস চালানো সম্ভব হবে। সংখ্যায় কম পড়ুয়া থাকবে ক্লাসে। প্রয়োজনে পড়ানোর সময় বাড়ানো যেতে পারে। এটা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে।

৬দিন ক্লাস হলে সামাজিক দূরত্ব মানা সম্ভব বলে মনে করছে ইউজিসি। কোন বিভাগকে যদি বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেওয়া যায় তাহলে পড়ুয়ার সংখ্যাও কমে যাবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকাটির নিরাপদ ঘোষণা করার পরই সেটা খোলা যাবে। ক্যাম্পাসের ভেতরে জীবানুনাশক, পড়ুয়া শিক্ষক তথা কর্মীদের স্বাস্থ্য বিধি মানা, আক্রান্তকে চিহ্নিতকরণে স্ক্রীনিং ইত্যাদির ব্যবস্থা নিতে হবে।

এছাড়াও প্রত্যেক কর্তৃপক্ষকে প্রয়োজনে হোস্টেল খোলার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ দরকার পড়লে স্বাস্থ্যবিধি মেনে হোস্টেল খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যদি কোনো ছাত্র বা ছাত্রীর করোনার উপসর্গ থাকে তাহলে তাকে হোস্টেলে থাকার অনুমতি দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *