আমাদের ভারত, ১৫ ডিসেম্বর: জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে চলেছে কেন্দ্র সরকার। সম্প্রতি ইউজিসি’র নয়া নির্দেশিকায় বলা হয়েছে অনার্স সহ স্নাতকের পাঠ শেষ করতে চার বছর সময় লাগবে পড়ুয়াদের। তবে এর পরেই তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে।
বুধবার একটি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউজিসি’র চেয়ারম্যান জগদীশ কুমার জানান, চার বছরের স্নাতক পাঠের ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত তিন বছরের ডিগ্রি কোর্স চালু থাকবে। নতুন ব্যবস্থার স্নাতক পড়ুয়ারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে যোগ দিতে পারবেন। ইউজিসি’র চেয়ারম্যান আরো জানান, স্নাতকের সময়সীমা তিন বছর হবে না চার বছর সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন তারা। চার বছরের স্নাতক করা পড়ুয়ারা মাস্টার্স না করলেও পিএইচডি করতে পারবেন।
জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী প্রত্যেক বছরের পড়াশোনা শেষ করার পরে আলাদা শংসাপত্র দেওয়া হবে পড়ুয়াদের। কেন্দ্রের তরফে বলা হয়েছিল পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পড়ুয়া যদি মাঝ পথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় তাহলে যেন নির্দিষ্ট শংসা পত্র তার কাছে থাকে।
নয়া শিক্ষা নীতিতে বলা হয়েছে এক বছরের পড়াশোনা শেষ করলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। দু’বছর পরে ডিপ্লোমা পাবেন সংশ্লিষ্ট পড়ুয়া। তিন বছরের পড়াশোনা শেষে স্নাতকের ডিগ্রি পাবেন পড়ুয়ারা।
বর্তমানে ইউজিসির নিয়ম অনুযায়ী তিন বছর পড়াশোনার পর নির্দিষ্ট নম্বর পেলে অনার্স সহ স্নাতক ডিগ্রি পাওয়া যায়। কিন্তু নয়া নিয়মে অনার্সে ডিগ্রি পেতে গেলে আরো এক বছর বেশি সময় দিতে হবে পড়ুয়াদের। সব মিলিয়ে চার বছর পড়াশোনা করে কৃতকার্য হলে তবেই অনার্স ডিগ্রি পাবেন পড়ুয়ারা। তবে চার বছরের পড়াশোনার পরেই পিএইচডিতে যোগ দেওয়া যাবে। শোনা যাচ্ছে আগামী বছর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে গোটা দেশ জুড়ে।

