আমাদের ভারত,৬ জানুয়ারি:জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারী গুন্ডাদের হামলাকে ২৬/১২ মুম্বাই জঙ্গিহানা সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তার কথায় জেএনইউতে যারা তাণ্ডব চালিয়েছে তারা আসলে মুখোশ পরা কাপুরুষ। একইসঙ্গে মোদী সরকারের উদ্দেশ্যে তার পরামর্শ, “আমাদের যুবসমাজ ভীত হলেও কাপুরুষ নয়। তাদের উস্কে দিয়ে বোমা-আগুন লাগাবেন না।”
অন্যদিকে জেএনইউ তাণ্ডবের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার কথায়, জে এন ইউর হামলাকে ফ্যাসিবাদীদের সার্জিক্যাল স্ট্রাইক বলেছেন। মমতার মতো কড়া ভাষায় নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সোমবার তিনি বলেন, “জেএন ইউ পড়ুয়াদের ওপর হামলার ঘটনা নিয়ে টিভি রিপোর্ট গুলি রবিবার রাতে দেখছিলাম। আমার মুম্বাই-এর ২৬/১১ জঙ্গি হামলার ঘটনা মনে পড়ে যাচ্ছিল। গতকাল যেভাবে একের পর এক হোস্টেলে ঢুকে লোহার রড লাঠিসোটা পাথর নিয়ে হামলা চালিয়েছেন মুখোশধারী গুন্ডারা। তাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।”
তাঁর মতে, এখন পড়ুয়ারা নিজের দেশেই নিজেকে অসুরক্ষিত মনে করছে। এই হামলায় অভিযোগের তীর আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির দিকে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশকে অনুরোধ করেছে উদ্ধব।
তিনি বলেন, “আমরা জানতে চাই মুখোশের আড়ালে কারা ছিলেন? যারা মুখোশ পরে এসেছিলেন তারা আসলে কাপুরুষ। তাদের সাহস থাকলে খুল্লামখুল্লা আসতে পারতো। এই ধরনের কাপুরুষতা মেনে নেওয়া যায় না।
একইসঙ্গে মহারাষ্ট্রের ছাত্রদের তিনি আশ্বস্ত করেছেন। তাদের ওপর হামলার কোনো আঁচ আসবে না। একই সঙ্গে তাঁর হুশিয়ারি মহারাষ্ট্রে এমন কিছু ঘটলে তা সহ্য করা হবে না।