সাথী দাস, পুরুলিয়া, ১৫ নভেম্বর:
না ফেরার দেশে চলে গেলেন ‘হীরক রাজার দেশে ‘ র অন্যতম নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। ওই সিনেমায় উদয়ন পণ্ডিত ‘ নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত জনপ্রিয় ওই চলচ্চিত্রের বেশ কিছু দৃশ্যের ক্যামেরা বন্দী হয়েছিল পুরুলিয়ায়। চল্লিশ বছর আগে পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে সেটা হয়েছিল। ওই সিনেমার উদয়ন পণ্ডিত সেই পাহাড়ের একটি গুহায় আত্মগোপন করেছিলেন। সেখানেই গুপি গাইন ও বাঘা বাইনের সঙ্গে সাক্ষাৎ হয়। আর তার পর সেখানেই অহঙ্কারী হীরক রাজাকে সিংহাসন চ্যুত করার পরিকল্পনা করেন উদয়ন পণ্ডিত।
সেই সময় কয়েক সপ্তাহ ধরে শুটিং হয়েছিল জয়চণ্ডী পাহাড়ে। ওই সময় স্থানীয় নন্দুয়াড়া, রঘুনাথপুর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের কৌতুহলী ও প্রচুর ভক্ত তাঁদের প্রিয় নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়কে চাক্ষুষ করতে ভিড় জমাতেন। তাঁদের মধ্যে অনেকেই আজ প্রিয় অভিনেতার প্রয়াণে শোকাহত হয়ে পড়েন। চল্লিশ বছর আগের চাক্ষুষ করা এবং অভিনয়ের আগে পরের সাবলীল নায়ক সৌমিত্রকে ভুলতে পারেননি অনেকেই। আজ দুপরে অভিনেতার মৃত্যুর খবর পেতেই শোক স্তব্ধ হয়ে পড়েন তাঁরা। অনেই স্মৃতি চারণ করতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন।
ছবি_ জয়চন্ডী পাহাড় এ সিনেমার একটি মুহূর্ত (হীরক রাজার দেশে সিনেমা থেকে নেওয়া)