আমাদের ভারত,৫ জানুয়ারি:যে যে রাজ্য নাগরিকত্ব আইন প্রণয়নে বাধা সৃষ্টি করবে, সেই রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। শনিবার এমনটাই মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের বিজেপির সাংসদ উদয় প্রতাপ সিং। সংবিধান অনুযায়ী কাজ না করলে রাজ্যগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে বলে পিছে বিরোধী রাজ্য গুলিকে হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ।
দেশজুড়ে চলছে সিএএ বিরোধিতায় বিক্ষোভ। ইতিমধ্যে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিশেষ অধিবেশন ডেকে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব পাশ করিয়েছেন কেরল বিধানসভায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো ১১ জন অ-বিজেপি মুখ্যমন্ত্রীকেও একই পথে হাঁটার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বিজয়ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন নাগরিকত্ব আইন রাজ্য সরকার না চাইলে চালু করা হবে না। এনআরসি বিরোধী প্রস্তাবও দেশের প্রথম পাস হয়েছে পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ স্পষ্টই জানালেন সিএএ বিরোধী রাজ্য গুলিতে রাষ্ট্রপতি শাসনের পথ প্রশস্ত হবে এর ফলে।
বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং বলেন, যে যে রাজ্য সরকার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। ওরা নাগরিকত্ব আইন মানতে বাধ্য। তিনি আরোও বলেন, সংবিধান অনুযায়ী কোন রাজ্য সরকার সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয় তাহলে ৩৫৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার কার্যক্ষমতা বাতিল করতে পারেন রাষ্ট্রপতি। সেক্ষেত্রে ক্যাবিনেটে আলোচনা করার পরেই রাষ্ট্রপতি বিধানসভা ভেঙে দিয়ে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য এনআরসি বিরোধী প্রায় সব সভা থেকে মমতা স্পষ্ট জানিয়েছেন বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নগরপঞ্জি কার্যকর হবে না। সংসদে সেই আইন পাস করলেও রাজ্য তা কার্যকর করতে দেবেনা।একই পথে হেঁটে সিএএ কার্যকর করা হবে না বলে জানিয়ে দিয়েছে, পাঞ্জাব, কেরালা, ছত্রিশগড়, মহারাষ্ট্রের মত রাজ্যগুলি। আর এরই পাল্টা হুঁশিয়ারি দিয়ে উদয় প্রতাপ সিং বললেন, সংবিধান না মানলে রাজ্যে জারি করা হতে পারে রাষ্ট্রপতি শাসন।