নয়া সমীকরণের উঁকি! উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা করায় সম্মতি কেজরিওয়াল সরকারের

আমাদের ভারত, ৭ নভেম্বর: দিল্লি হিংসার ঘটনায় ধৃত জে এন ইউর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ মামলায় সম্মতি দিল কেজরিওয়াল সরকার। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে দিল্লি সরকারের তরফে জেএনইউ এই প্রাক্তন ছাত্র নেতার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন প্রয়োগের ক্ষেত্রে সায় মিলেছে। আর এই ঘটনায় নয়া সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিএএ বিরোধী বিক্ষোভে গত ফেব্রুয়ারিতে দিল্লিতে হিংসা ছড়ায়। সরকারি হিসাব অনুযায়ী এই হিংসায় ৫৩ জন নিহত হন। পুলিশের অভিযোগ সিএএ-বিরোধী বিক্ষোভে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন উমর। তার বিরুদ্ধে হিংসা ছড়ানোর চক্রান্ত, প্রত্যক্ষভাবে হিংসায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

কিন্তু শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভে এক রকম সমর্থন যে ছিল কেজরিওয়ালের দলের তা তাদের নানা কাজেই বোঝা গিয়েছিল সেসময়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা অনুমোদন দিল দিল্লি সরকার। আর এতেই নতুন রাজনৈতিক জল্পনার সুর টানলেন তারা বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের।

এই ষড়যন্ত্র মামলায় উমরের সাথে আম আদমি পার্টি প্রাক্তন কাউন্সিলার তাহির হুসেনও অভিযুক্ত। গত ৬ মার্চ উমরের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়। এফআইআর-এ বলা হয় উস্কানিমূলক বক্তৃতা দেওয়া, আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের ভারত সফরের সময় সিএএ-বিরোধী বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে সে আন্তর্জাতিক মহলে ভারতে সংখ্যালঘুদের কোণঠাসা করা হচ্ছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছিল।

আগস্ট মাসে পুলিশ উমরকে দিল্লি হিংসার ঘটনায় জিজ্ঞাসাবাদ করে। সেপ্টেম্বরেও কয়েক দফায় জেরার পরে তাকে গ্রেফতার করা হয়। ইউএপিএ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয। তিনি এখন জেলে বন্দী। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন কিন্তু ইউএপিএ আইনের কিছু ধারায় অভিযোগ আনতে গেলে তদন্তকারী সংস্থাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি নিতে হয়। দিল্লি পুলিশ জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য এই দুই তরফেরই অনুমোদন তারা এক্ষেত্রে পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *