মস্কোকে বড় অর্থনৈতিক ধাক্কা! রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করল আমেরিকা

আমাদের ভারত, ৯ মার্চ: আমেরিকা বড়সড় অর্থনৈতিক ধাক্কা দিল মস্কোকে। রাশিয়ার কাছ থেকে আর তেল ও গ্যাস আমদানি করবে না আমেরিকা। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। শুধু তেল বা গ্যাস নয় রাশিয়া থেকে আর কোনো রকম জ্বালানিই আমদানি করবে না আমেরিকা। রাশিয়াকে অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধাক্কা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা বলে মনে করা হচ্ছে।

মস্কোকে বিশ্ব বাজারে কোণঠাসা করতে ইতোমধ্যেই একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক দেশ। যার ফলে আন্তর্জাতিক বাজারে ব্যাপক হারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। তার মধ্যে আবারও এত বড় একটা ঘোষণা করল আমেরিকা।

আন্তর্জাতিক বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি যোগান দেয় রাশিয়া। বিশেষ করে মস্কোর গ্যাস সাপ্লাইয়ের উপর নির্ভরশীল জার্মানির মতো ইউরোপের দেশগুলি। ফলে স্বাভাবিকভাবেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ধাক্কা খাচ্ছে তেলের যোগান। ইতিমধ্যেই ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে। এই পরিস্থিতিতে আমেরিকা জানিয়ে দিল তারা রাশিয়া থেকে কোনও জ্বালানি নেবে না।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকতে শুরু করে রুশ সেনা। তারপর থেকেই শুরু হয়েছে মারাত্মক সংঘর্ষ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে শিক্ষা দিতে আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার কয়েকটি ব্যাংকেও আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ‘সুইফট’ ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান জানিয়েছেন কয়েকটি রুশ ব্যাংককে ‘সুইফট’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ব্যাঙ্কগুলি গোটা বিশ্বের কাজ করতে পারবে না। এতে ধাক্কা খাবে রাশিয়ার আমদানি রপ্তানি প্রক্রিয়া। এরপর আবারও মস্কোকে ধাকা দিতে বড় পদক্ষেপ নিল আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *