আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বোমা ফেটে ২ যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল ওই এলাকায়। কামারহাটি গলিঘাট অঞ্চলের একটি বাড়িতে রবিবার সন্ধ্যায় ৪ জন বন্ধু মিলে আড্ডা মারছিল। সেই সময় আচমকা বোমা তীব্র বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা। দ্রুত সকলে বেলঘরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে জখম অবস্থায় উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাজিদ (২৯) এবং রাজা (২৮) নামে দুজনকে ডাক্তাররা মৃত ঘোষণা করে। এছাড়াও একজন গুরুতর আহত অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি আছে, তার চিকিৎসা চলছে । কিন্তু অপর একজন এর কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। বেলঘরিয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


