উত্তরাখণ্ডের হিমবাহ ফেটে জলোচ্ছ্বাস, নিখোঁজ পুরুলিয়ার দুই যুবক

সাথী দাস, পুরুলিয়া, ৮ ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডের হিমবাহ ফেটে জলোচ্ছ্বাসের ঘটনায় নিখোঁজ হলেন পুরুলিয়ার দুই যুবক। স্থানীয়ভাবে জানা গিয়েছে, ওই দুই যুবকের নাম কুড়ি বছর বয়সী শুভংকর তন্তুবায় এবং বছর একত্রিশের অশ্বিনী তন্তুবায়। তাঁদের বাড়ি আড়ষা থানার বাগানডি গ্রামে। গতকাল থেকে তাঁদের খোঁজ পাচ্ছেন না বাড়ির লোকজন।

নিখোঁজ শুভঙ্করের দাদা রবীন্দ্রনাথ তন্তুবায় জানান, “আশ্বিন মাসে ওরা ঠিকাদারের মাধ্যমে উত্তরাখণ্ডের ঋষিকেশের একটি জলবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। তার পর থেকে ফোনে নিয়মিত যোগাযোগ হতো। কাল দুপুর থেকে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। ” এর পর থেকেই ওই দুই যুবকের বাড়ির লোকজন চিন্তায় পড়েছেন। উত্তরাখণ্ডের জলাধার ভেঙ্গে জলোচ্ছ্বাসের মর্মান্তিক মৃত্যু ও জনপদ ভেসে যাওয়ার ঘটনা শোনার পর থেকে দুশ্চিন্তায় পড়েছেন নিখোঁজ যুবকদের মা বাবা ও পরিবারের প্রবিণরা।

ঘটনার খবর পাওয়ার পরই নিখোঁজ দুই যুবকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল কুমার। পরে যান তৃণমূল যুব নেতা সুশান্ত মাহাতো। জেলাশাসক অভিজিৎ মুখার্জি বলেন, “ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসন দুই পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের নন্দা নদীর হিমবাহ ফেটে অলকানন্দা নদীর ঋষিগঙ্গা জলাধার ভেঙ্গে পড়ে। ঘটনার পর গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। ১৫০রও বেশি মানুষ নিখোঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *