স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ মে: ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বালিগুড়া এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের পাশে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই যুবক ব্যাঙ্কের আশেপাশে ঘোরাঘুরি করার সময় সন্দেহ হওয়ায় তাদের গণধোলাই দিতে শুরু করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে তারা চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।