জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ আগস্ট:
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ গোয়ালতোড় থেকে মোটর বাইকে করে জিরাপাড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা মারায় বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই যুবক। পিলারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয় মাহাতো নামে ২৬ বছরের এক যুবকের। বাইকে থাকা অন্য এক যুবককে সঙ্কটজনক অবস্থায় কেওয়াকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করার নির্দেশ দেন সেখানকার চিকিৎসকরা। এরপর সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। গোয়ালতোড়ের সিরষা গ্রামে তাদের বাড়ি বলে গোয়ালতোড় থানার পুলিশ জানিয়েছে।


