দিঘা ফেরত কলকাতার দুই বাইক আরোহী যুবকের পথ দুর্ঘটনায় মৃত্যু

আমাদের ভারত, দিঘা, ৪ সেপ্টেম্বর: দিঘা থেকে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতার দুই যুবকের। রাত সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিঘা–নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের দিঘার অলঙ্কারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। বাইকের সঙ্গে পন্যবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পন্য বোঝাই লরি ও বাইকে আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। স্থানীয় বাসিন্দারা আহত দুই পর্যটককে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত দুই যুবককে মৃত বলে ঘোষনা করেন। মৃত বাইক চালক প্রীতম দাস (২৮) ও অপর সঙ্গী উত্তম দাস সুকান্ত নগর, কলকাতা ৮৫ র বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিঘায় জলচ্ছাস দেখার জন্য বৃহস্পতিবার সকালে দুই বন্ধু মোটরবাইক করে কলকাতার থেকে দিঘায় আসে। রাত্রে বাড়ি ফেরার জন্য দিঘা থেকে রওনা দেয়। দিঘার অলঙ্কারপুর বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় দিঘাগামী একটি পণ্য বোঝাই লরির সঙ্গে মোটরবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি দুমড়ে মুচড়ে লরির তলায় আটকে যায়। দুই বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে যায়। লরিটি দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুশো মিটার এগিয়ে যায়। তারপরেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিতে আগুন লেগে যায়। জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে লরি ও বাইকটি।

ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রামনগর থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আসে। গুরুতর আহত দুই যুবককে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *