জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনা দুটি ঘটেছে কাপাসদা ও মোহাড় গ্রামে। জানাগেছে, ওই দুটি গ্রামে কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল। এজন্য বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের অস্থায়ী কর্মী কাপাসদা গ্রামের বত্রিশ বছরের যুবক সঞ্জয় মাইতি একটি বিদ্যুৎ খুঁটিতে উঠেছিলেন। খুঁটির ওপর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় নীচে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে স্থানীয় নারায়নবাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান নারায়ণ বেরা জানিয়েছেন।
অন্যদিকে সবং থানা এলাকারই মোহাড় গ্রামের ছাব্বিশ বছরের যুবক বৃন্দাবন সামন্ত বিদ্যুৎ চালিত জল সেচের পাম্প মেশিন সারানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। মৃতদেহ দুটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায় সবং থানার পুলিশ।