আমাদের ভারত, বালুরঘাট, ১৩ ডিসেম্বর: অবৈধ ভাবে পাচারের আগেই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে উদ্ধার প্রায় একশো জাপানিজ কোয়েল পাখি। গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু বনদপ্তরের।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌর বাসস্ট্যান্ডে কলকাতাগামী ডলফিন বাস থেকে প্রায় একশোটি কোয়েল পাখি উদ্ধার করে বনকর্মীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। বনদপ্তর সূত্রের খবর, ধৃতরা হল সঞ্জয় প্রসাদ ও দ্বীপ দে সরকার। ধৃতরা দুজনেই বালুরঘাটের কাঁঠালপাড়া এলাকার বাসিন্দা। ওইদিন রাতে বালুরঘাটের বাউল থেকে আনা ওই পাখিগুলি গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে অভিযুক্তরা।
বালুরঘাটের বনদপ্তরের আধিকারিক আব্দুর রেজ্জাক জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া পাখিগুলি ছাড়া হবে পাশ্ববর্তী কোনও পাখিরালয়ে। এই ঘটনার পিছনে আরো যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তদন্তে নেমেছে বনদপ্তর।
বনদপ্তর জানিয়েছে, ওইদিন রাতে শহরের পৌরবাসস্ট্যান্ডে কলকাতাগামী একটি বাসের ছাদ থেকে পাখিগুলি উদ্ধার করে বনকর্মীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানাবযায়, বালুরঘাটের বাউল এলাকার বাসিন্দা পুলক সরকার নিজের হ্যাচারিতে ওই পাখিগুলি চাষ করছিল।যেখান থেকে ওই পাখিগুলি কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানিয়েছে বনদপ্তর। গোপন সূত্রের খবর পেয়ে বাসস্ট্যান্ডে হানা দেয় বন দপ্তরের কর্মীরা। ঘটনাস্থল থেকে পাখিগুলি সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
ধৃত সঞ্জয় প্রসাদ জানিয়েছেন, কলকাতার বাজারে এই পাখিগুলির বাজার মূল্য অনেক বেশি। সেই কারণেই বিক্রির নমুনা হিসাবে বেশকিছু পাখি নিয়ে যাওয়া হচ্ছিল। বন দপ্তরের কর্মীরা তা আটক করেছে।