আশিস মণ্ডল, সিউড়ি, ২১ নভেম্বর: বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই শ্রমিকের। আহত আরও তিনজন। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া ব্লকের সাংড়া গ্রামের কাছে সিউড়ি থেকে আমোদপুর যাওয়ার রাস্তায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মাধাই বাগদি ও তলুস বাগদি। বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। দুজনের বাড়ি লাভপুর থানার অন্তর্গত নাঙ্গলহাট ও আরাল গ্রামে। শনিবার দুপুরে সাংড়া গ্রামের কাছে গাড়িতে খড় বোঝাই করছিলেন ৭ জন শ্রমিক। সে সময় উল্টোদিক থেকে একটি ডাম্পার বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্মরত ২ শ্রমিকের। জখম তিন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমোদপুর ফাঁড়ির। একই জায়গায় কর্মরত শ্রমিক নাগর দাস বলেন, “আমরা এক সঙ্গে সাত জন খড় বোঝাইয়ের কাজ করছিলাম। ডাম্পার বেপরোয়া গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের উপর দিয়ে চালিয়ে উল্টে যায়। অল্পের জন্য আমি রক্ষা পাই। বাকিদের কারও হাত ভেঙেছে। কারও পা ভেঙেছে”।