স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ জানুয়ারি: পর পর দুই মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় শনিবার রাতে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের দুর্গানগর মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় পাকড়াও এক দুষ্কৃতী।
এদিন সন্ধ্যায় পিংকি সিংহ নামে এক মহিলা তাঁর বোনকে নিয়ে যাওয়ার সময় বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। যদিও তাতে সফল না হয়ে চম্পট দিলেও ফিরে এসে অপর এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। সেসময় মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে এক দুষ্কৃতীকে পাকড়াও করলে অপর দুজন পালিয়ে যায়।

খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।

