আমাদের ভারত, নদিয়া, ৩০ অক্টোবর: ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল দুই মহিলার। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের।
জানা যায়, শনিবার বিকেলে ফুলিয়া স্টেশন রোড দিয়ে এক বাইক আরোহী দুই মহিলাকে বাইকের পেছনে করে ৩৪ নম্বর জাতীয় সড়কে ওঠার সময় বাইকের চাকা স্লিপ করে, এর পরেই বাইক আরোহী সহ দুই মহিলা নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে পড়ে যায়। এর পরেই ঘটে বিপত্তি। উল্টো দিক দিয়ে আসা একটি লরি তিনজনের উপর দিয়ে চলে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে দুই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয় বাইক আরোহী। বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও মৃত ২ মহিলাসহ বাইক আরোহীর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।