সাথী দাস, পুরুলিয়া, ২১ আগস্ট: পারিবারিক অশান্তির জেরে মা ও স্ত্রীর সঙ্গে বিষ খেয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল ছেলে। শেষ পর্যন্ত প্রাণ গেল মা ও স্ত্রীর। জীবন নিয়ে হাসপাতালের বিছানায় লড়াই করছে ছেলে। ঘটনাটি ঘটে পুরুলিয়ার মফঃস্বল থানার গোলকুন্ডা গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের ওই তিন জন নিজেদের শেষ করার চেষ্টা করেন বলে জানান প্রতিবেশী ও পরিজনরা। আজ তাঁদের বাড়ি থেকে প্রতিবেশীরা অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধার করে। মুখে তখনই গ্যাঁজলা বেরচ্ছিল বলে প্রতিবেশীরা জানান। তাদের তিনজনকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে চিকিৎসা চলাকালীন দুই মহিলার দেহ নিথর হয়ে যায়। চিকিৎসাধীন রয়েছেন বত্রিশ বছরের গণেশ পাল। জীবন চলে যায় তাঁর স্ত্রী প্রতিমা পাল (২৭) এবং মা কণিকা পালের (৫২)।

