ইট ভাটার দেওয়াল চাপা পড়ে মৃত্যু ২ মহিলার, আহত ৩

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জানুয়ারি: ইটভাটার দেয়াল চাপা পড়ে মৃত্যু হল ২ মহিলা শ্রমিকের আহত ৩। শান্তিপুর থানার চাঁদরার সোনালী ইটভাটার ঘটনা।

সূত্রের খবর, রোজকার মত আজও চাঁদরার সোনালী ইটভাটায় কাজ করছিল কয়েকজন ভাটার শ্রমিক। সেই সময় হঠাৎই ইটভাটার দেওয়াল ধ্বসে গিয়ে চাপা পড়ে ২ মহিলা সহ ৩ জন। পিংকি দহরি(২৮), পুলিন মারান্ডি (৩৫) ঘটনাস্থলেই দেওয়াল চাপা পড়ে মারা যান। বাকি টুটুল মল্লিক, মনিলা মুর্মু এবং সিতোকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা এখন স্থিতিশীল। এরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা। ঝাড়খন্ড থেকে সবাই এখানে কাজ করার জন্য এসেছিল।

সোনালী ইটভাটার ম্যানেজার নিরঞ্জন সিকদার বলেন, যদি আমরা জানতে পারতাম দেওয়ালটার অবস্থা এতটা বিপজ্জনক তাহলে হয়তো এই রকম একটা ঘটনা ঘটত না। যারা ওখানে কাজ করছিল তারাও দেখতে পায়নি। তবে একটু সময় দিন আমরা এদের ক্ষতিপূরণের ব্যবস্থা অবশ্যই করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *