আমাদের ভারত, বনগাঁ, ২৮ জানুয়ারি: এনআরসির আতঙ্কে ভারত ছেড়ে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেফতার দুই মহিলা। সোমবার রাতে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার ভারত–বাংলাদেশ সীমন্তের কালিয়ানী এলাকা থেকে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পরে। ধৃতদের নাম মিতা দেবনাথ ও পায়েল সিংহ। মঙ্গলবার ধৃতদের পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
বিএসএফ সূত্রের খবর, মিতা দেবনাথ নদিয়ার বেথুয়াডহরি এলাকায় এক আত্মীয়ার বাড়িতেই থাকতেন। সেখানে তিনি জমি কিনে বসবাসও শুরু করেছেন বলে বিএসএফের জেরায় তিনি জানিয়েছেন। অন্য দিকে দুই বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন পায়েল সিংহ। তিনি গুজরাটে সেলাইয়ের কাজ করতেন। এনআরসির আতঙ্কে তাঁরা ফের বিএসএফের নজর এড়িয়ে দালাল ধরে চোরা পথে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। সীমান্তে পৌছতেই বিএসএফ জওয়ানদের নজরে পড়ে যায়। জওয়ানরা আটক করে আজ পুলিশের হাতে তুলে দেয়। পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।