গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩ ডিসেম্বর: টাকা চুরির অপরাধে ধৃত দুই মহিলাকে আজ তোলা হল আরামবাগ মহকুমা আদালতে। জানা গেছে, বুধবার বিকেলে আরামবাগ বাস স্ট্যান্ডে বাসের সিটে বসেছিলেন এক মহিলা যাত্রী। তার ব্যাগের মধ্যে থাকা ৩১ হাজার টাকা, বাসের মধ্যে বসে থাকা অন্য দুই মহিলা চুরি করে নেয় বলে অভিযোগ। এরপর ওই মহিলা চিৎকার-চেঁচামেচি করতে থাকলে বাসস্ট্যান্ডে থাকা স্থানীয় মানুষজন অভিযুক্ত ওই দুই মহিলাকে ধরে ফেলে আরামবাগ থানার পুলিশের হাতে তুলে দেন। ধৃত ওই দুই মহিলাকে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।