জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ আগস্ট: এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে নারায়ণগড় থানার পুলিশ। নারায়ণগড় থানার মকরামপুর ৬০ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজায় সোমবার গভীর রাতে গাঁজা পাচারকারী ওই দুই ব্যক্তি বামাল ধরা পড়ে।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশার কটক থেকে চব্বিশ পরগনা জেলার বনগাঁ যাওয়া সময় একটি গাঁজা বোঝাই গাড়ি আটক করে নারায়ণগড় থানার পুলিশ। আটক পিকআপ ভ্যান থেকে এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়।

