জঙ্গলে বেড়াতে নিয়ে গিয়ে নিখোঁজ অশোকনগরের দুই টুর অপারেটর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ মে: পর্যটকদের সঙ্গে নিয়ে বেড়াতে গিয়ে সান্দাকফুর জঙ্গলে নিখোঁজ হয়ে গেল দুই টুর অপারেটর। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা দীপেশ সাহা (৪৮) এবং তাঁর সঙ্গী বাবাই দে (৩৬)।

দুই টুর অপারেটরের পরিবার সূত্রে খবর, শনিবার থেকে ওই দু’জনের কোনও খোঁজ মিলছে না। গত ২৪ মে সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছিলেন, ২৫ মে তাঁরা পৌঁছন গন্তব্যে।

দীপেশের স্ত্রী স্বপ্না সাহা বলেন, শনিবার থেকে তাঁর স্বামী এবং বাবাইয়ের কোনও খোঁজ মিলছে না। শনিবার কালিপোখরিতে পৌঁছনোর পরে ওঁরা জঙ্গলে গিয়েছিলেন। কিন্তু জঙ্গলের এতটাই ভিতরে ওঁরা চলে গিয়েছেন যে ফিরে আসতে পারছেন না। শনিবার থেকে তাঁরা ওখানেই আছেন। রবিবার সকালে ফোন করে জানান যে, একটি পাহাড় এবং ঝর্নার কাছে ওঁরা রয়েছেন। ওঁদের যেন উদ্ধার করা হয়। ওঁদের কাছে খাবার এবং পানীয় জল নেই।

বিষয়টি জানানো হয়েছে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীকে। তিনি বিষয়টি জানিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। দীপেশ এবং বাবাইয়ের উপর ভরসা করে বেড়াতে গিয়েছিলেন ১৮ জন পর্যটক। তাদের না পেয়ে তাঁরাও সমস্যায় পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগযোগ করা হয়েছে। তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *