আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ডিসেম্বর: তৃণমূলের জেলা সভাপতির সামনেই তৃণমূলের দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ল। পরিস্থিতি বেগতিক বুঝে স্থান ত্যাগ করলেন জেলা সভাপতি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা এলাকায়।
দলীয় সূত্রে জানাগেছে, খড়গপুর বিধানসভা সহ রাজ্যের তিনটি আসনের উপনির্বাচনে জয় পাওয়ার পর নারায়ণগড় এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানানোর জন্য এবং মূল্যবৃদ্ধি ও এনআরসির প্রতিবাদে মিছিলের আয়োজন করে তৃণমূল। সেইমতো তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয় মিছিলের জন্য। কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই এলাকার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মিছিলের ব্যানার লাগানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা।এক পক্ষের দাবি যেহেতু ব্লক ভিত্তিক এই মিছিলের আয়োজন করা হয়েছে, সেহেতু ব্লক ভিত্তিক ব্যানার দিতে হবে মিছিলে। কিন্তু আরেক পক্ষের দাবি, যেহেতু মিছিল থানা গোড়া থেকে শুরু হচ্ছে তাই তৃণমূল কংগ্রেসের থানা এরিয়া কমিটির নামে ব্যানার দেওয়া হোক। এতেই উত্তেজিত হয়ে পড়ে দুই গোষ্ঠী। এরপরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ। পরের দুটো ব্যানার রেখে মিছিল কিছু দূর যাওয়ার পর মিছিলে যোগ দিতে উপস্থিত হন দলের জেলা সভাপতি অজিত মাইতি। কিন্তু তার সামনেও দুইপক্ষের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে অন্য জায়গায় কর্মসূচি আছে বলে বেরিয়ে যান তিনি।