শান্তিপুর থানার তৎপরতায় উদ্ধার হল দুই কিশোরী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১২ জুলাই:
গতকাল রাতে শান্তিপুর থানার উদ্যোগে উত্তর ২৪ পরগনার গোপালনগর এবং বর্ধমান জেলার নাদন ঘাট থানা থেকে উদ্ধার হয় শান্তিপুরের দুজন নাবালিকা। দুজনাই নবম শ্রেণির ছাত্রী। একজন শান্তিপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের সেনপাড়ায় অন্যজন হরিপুর অঞ্চলের মেথির ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

প্রথম জনের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ বছর ৭ মাস। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের এক ২৮ বছর বয়সী যুবক সেনপাড়ায় তার মাসির বাড়ির একটি বিবাহ অনুষ্ঠানে এসে সম্পর্ক তৈরি হয়। গত চারদিন আগে বিশেষ সূত্রে খবর পেয়ে মেয়ের বাবা প্রথম গোপালনগরে উপস্থিত হয়ে মেয়েকে ফিরিয়ে আনতে গেলে সহযোগিতা পান না ছেলের বাড়ির পক্ষ থেকে। ফিরে এসে শান্তিপুর থানায় একটি অভিযোগ জমা করেন।
অন্যদিকে শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের হরিণদি গ্রামের এক ১৮ বছরের যুবক ১৫ বছরের নাবালিকার সাথে সম্পর্কের জেরে ছেলের পিসির বাড়ি সমুদ্রগড়ে আশ্রয় নেয়। সেখানকার নাদনঘাট থানার সহযোগিতায় গতকাল শান্তিপুর থানা এসে পৌঁছয় ছেলে এবং মেয়ে।

আজ সকাল দুটি ঘটনারই অভিভাবকদের থানায় ডেকে ছেলে এবং মেয়েকে রানাঘাট কোর্টে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *