আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ নভেম্বর: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই কিশোরীর। সম্পর্কে তারা ২জন মামাতো বোন, একই পরিবারের দুই মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের পলতা পাড়া এলাকায়। মামার বাড়ি বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১৫ বছরের সিমরন খাতুন। সিমরনকে জলে তলিয়ে যেতে দেখে ঝাঁপ মারে তার সাথে পুকুরে স্নান করতে যাওয়া তার বোন তেরো বছরের খুসবু পারভিন। সাঁতার না জানার কারণে দুজনেই তলিয়ে যায়।
এরপর এলাকার মানুষ খবর পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারের দুই কিশোরীর মৃত্যুতে শ্যামনগর পলতা পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।