জাতীয় স্তরের একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতায় জয়ী বাংলার দুই কিশোর

আমাদের ভারত, ৯ জানুয়ারি: গত শনিবার, ৬ জানুয়ারি ২০২৪ বেঙ্গালুরুতে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের কল্যাণের কাজে নিয়োজিত স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেবা ইন একশন’-এর উদ্যোগে জাতীয় স্তরের একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়

২০১৬ সাল থেকে শুরু হওয়া সারা ভারতজুড়ে “Quizabled” নামে জনপ্রিয় এই প্রতিযোগিতায় অণ্বেষা কলকাতার তরফে প্রতিনিধিত্ব করা দুই বধিরতাযুক্ত শিক্ষার্থী অর্পণ গুহ এবং সৌত্রিক রায় বিজয়ী হয়ে পেয়েছে সুদৃশ্য ট্রফিসহ আর্থিক পুরস্কার।

অর্পণ এবং সৌত্রিক – দুজনেই জন্মাবধির এবং ‘অণ্বেষা কলকাতা’-র সঙ্গে যুক্ত ছোটবেলা থেকেই। দুজনেরই এখন ১৭ বছর বয়স, পার্ক স্ট্রিটের এপিজে স্কুলে অর্পণ এবং ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশনে সৌত্রিক পাঠরত।

গত মাসের ১৬ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হওয়া রাজ্যস্তরীয় কুইজ প্রতিযোগিতাতে বধিরতাযুক্ত অংশগ্রহণকারীদের নিয়ে গড়া ৬টি দলকে হারিয়ে জাতীয় স্তরে নিজেদের নাম নথিবদ্ধ করে নেওয়ার সুযোগ আদায় করে নেয় পশ্চিমবঙ্গ থেকে আসা বধিরতা বিভাগের এই জুটি।

জাতীয় স্তরের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০টি রাজ্য থেকে আসা প্রতিযোগীদের হারিয়ে জেতার ব্যাপারে প্রাথমিকভাবে সন্দিহান থাকলেও ওরা দু’জনেই আত্মবিশ্বাসী ছিল যে, জোরালো প্রতিদ্বন্দ্বী থেকে কখনও পিছিয়ে আসবে না আর হারার আগে হারতেও চায় না। সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, ইতিহাস ও সংস্কৃতি, বিজ্ঞান, ব্যবসা, খেলাধুলা, বিনোদন, স্থানীয় ঐতিহ্য প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর সাধারণ জ্ঞান এর উপর ভিত্তি করে প্রতিযোগীদের সামনে প্রশ্ন করা হয়েছিল। সেই সব প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সঙ্গে দিয়ে অবলীলায় জিতে নেয় অর্পণ এবং সৌত্রিক এর জুটি –সব থেকে কাছের প্রতিদ্বন্দ্বী কেরালার দলকে বড়সড় ব্যবধানে হারিয়ে দেয়।

জীবনের প্রথমবার জাতীয় স্তরে পাওয়া এই জয় তারা উৎসর্গ করেছে মা বাবাদের প্রতি আর শ্রবণ অসুবিধাযুক্ত শিশু ও অভিভাবকদের সংস্থা ‘অণ্বেষা কলকাতা’-কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *